জেলা প্রতিনিধি:
ঢাকার বাইরে অন্তত সাতটি জেলায় বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনা ঘটেছে। এসব জেলায় বাস, ট্রাক, পিকআপভ্যান, রেলপথ ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। কোথাও গাছ ফেলে, আবার কোথাও আগুন লাগিয়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়।
ফলে ঢাকা–খুলনা মহাসড়কে টানা পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আরও চারটি জেলায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তিনটি জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে শরীয়তপুর ও কুড়িগ্রামে নাশকতার চেষ্টা ও সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বাইরের ১১টি জেলা থেকে এসব ঘটনার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আজ ১৩ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।