নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, বাসটিতে আগুন লাগার খবর পাওয়ামাত্রই ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের উৎস কী কিংবা কেউ হতাহত হয়েছে কি না—প্রাথমিকভাবে তা নিশ্চিত করা যায়নি।