আন্তর্জাতিক ডেস্ক:
নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ বিষয়ে এয়ারম্যানদের জন্য নতুন নোটিশ জারি করেছে।
নোটিশে জানানো হয়েছে, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা ২৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রথম ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা চার দিন পর শেষ হওয়ার কথা থাকলেও আগেভাগেই নতুন মেয়াদ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পাশাপাশি ভারতও তাদের আকাশসীমায় পাকিস্তানি বিমানের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে।
সর্বশেষ নোটিশ অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকবে—ভারতে নিবন্ধিত সকল বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বিমানের পাশাপাশি ভারতের কোনো সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞাটি গত ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
পাকিস্তানের এ নিষেধাজ্ঞা ভারতীয় এয়ারলাইন্সগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। জানা গেছে, এয়ার ইন্ডিয়া সরকারের কাছে লবিং করছে যেন তাদের চীনের শিনজিয়াং প্রদেশের ওপর দিয়ে উড়তে অনুমতি দেওয়া হয়, কারণ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে গিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। শিনজিয়াংয়ের ওপর দিয়ে পথ খুলে দিলে উড়ান সময় কমে যাবে।
নিষেধাজ্ঞার কারণে এয়ার ইন্ডিয়ার জ্বালানি ব্যয় ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং কিছু রুটে ফ্লাইট সময় ৩ ঘণ্টারও বেশি বৃদ্ধি পেয়েছে। ইন্ডিগোসহ অন্যান্য ভারতীয় সংস্থার ওপরও এর আর্থিক প্রভাব পড়ছে। অন্যদিকে আকাশসীমা বন্ধ থাকার ফলে পাকিস্তানও ওভারফ্লাই ফি থেকে আয় হারাচ্ছে।