নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর হলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের ভিত্তিতেই এই সময় বাড়ানো হচ্ছে, এবং আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি হতে পারে বলে জানা গেছে।
এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আয়কর আইন-২০২৩ অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। বিভিন্ন পেশাজীবী ও করদাতারা সময় বাড়ানোর আবেদন করায় এনবিআর তা বিবেচনা করে আরও এক মাস সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এনবিআর সূত্র জানায়, চলতি বছরে ইতোমধ্যে ২০২৫-২৬ করবর্ষে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd