জেলা প্রতিনিধি:
রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাথী বড়ুয়া (৩৭)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাথী বড়ুয়া রাঙামাটি শহরের দেবাশীষ নগরের বাসিন্দা এবং সুমন বড়ুয়ার স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী ও একই হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে কথা বলেন সাথী বড়ুয়া। আলাপচারিতার সময় তিনি শরীর খারাপের কথা জানান। পরে পোশাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে সহকর্মীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তিনি দড়িতে ঝুলছেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, “মরদেহ উদ্ধার করার সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “সাথী বড়ুয়া গতকাল রাতেও নাইট ডিউটি করেছেন। আজ সকালে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় শরীর খারাপ লাগার কথা বলেন। এরপরই এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনার পর হাসপাতালে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।