জেলা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় মালবাহী ট্রাক উল্টে ভ্যানের ওপর পড়ে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া এলাকা থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসে। অন্য একটি গাড়িকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক হঠাৎ ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক মারা যান।
আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।