রাজধানীর মোহাম্মদপুর থেকে দেড় লাখ টাকার জাল নোটসহ জীবন আহমেদ পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির গলির সামনে দেলোয়ার জেনারেল ট্রেডিং নামের একটি মুদি দোকানের সামনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জীবন আহমেদের বাড়ি বগুড়া সদর উপজেলার রহমান নগরে। তিনি আসাদুজ্জামান ওরফে রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের ঝাউসার এলাকায় পুরাতন সিয়াম স্কুলের পাশে বসবাস করতেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান মাসুম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবন আহমেদকে আটক করা হয়। তার হেফাজত থেকে এক লাখ ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে, যা এক হাজার টাকার বান্ডিলে ছিল।
এসআই মাসুম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন স্বীকার করেছেন যে, তিনি কামরাঙ্গীরচর থেকে জাল টাকা সংগ্রহ করে মোহাম্মদপুর ও আশপাশের দোকানগুলোতে ব্যবহার করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।