রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭,৫৮০ পিস ইয়াবাসহ এক নারী ও তার মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।
আটককৃতরা হলেন—রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের ভেতর থেকে ৫,৮০০ পিস ইয়াবা এবং রোজিনার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে আরও ১,৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এএপি আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে—মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রী সেজে মাদক পাচারের প্রবণতা সম্প্রতি বেড়েছে। তবে আমরা বিমানবন্দরে সকল ধরনের অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছি।”
এএপির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।