November 24, 2025, 12:32 am

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে দুই মাসে গ্রেপ্তার ৫৫৬

  • Update Time : Thursday, September 18, 2025
  • 43 Time View

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত দুই মাসে ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরকার গঠিত বিশেষ টাস্কফোর্স। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত ২০টি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিশেষ এই টাস্কফোর্সটি গত ২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে। নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিনহাজুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মিনহাজুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়— সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই যুদ্ধে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।”

টাস্কফোর্সের সদস্য সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, তারা তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন— সমন্বিত নজরদারি ও অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তি।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com