ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস তল্লাশির সময় অসুস্থ হয়ে মারা গেছেন আবুল বাসার বেপারি (৪০) নামে এক যাত্রী। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল বাসার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পুনাইখারকান্দি গ্রামের ওমর আলী বেপারির ছেলে। তিনি রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের একটি মোবাইল ও ইলেকট্রনিকস শোরুমে কর্মরত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আবুল বাসার রোববার রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে রওনা হন এবং সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাঁর লাগেজে শুল্কমুক্ত পণ্যের বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই সময়ই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)-এর একজন কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল বাসারের চাচা আনোয়ার হোসেন বেপারি বলেন, “কাস্টমস কর্মকর্তারা তাকে ঘিরে ধরেন এবং মালপত্র বারবার স্ক্যান করেন। সন্দেহজনক কিছু না পেলেও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়।”
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মসিউর রহমান বলেন, “আবুল বাসারের লাগেজ খোলা হয়নি। তবে তিনি তল্লাশির সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।”
এই ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা ও যাত্রীসেবার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। যথাযথ তদন্ত ও প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।