November 24, 2025, 3:21 am

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২২০০ ছাড়িয়েছে

  • Update Time : Thursday, September 4, 2025
  • 34 Time View

আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০০ ছাড়িয়েছে। দেশটির তালেবান সরকার এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত রোববার রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল কুনার প্রদেশে আঘাত হানে ৬ মাত্রার এই ভূমিকম্প। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনারেই। তালেবান সরকারের তথ্যমতে, কুনারে প্রাণ হারিয়েছেন ২,২০৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ৩,৬৪০ জন।

এছাড়া পার্শ্ববর্তী নাঙ্গারহার ও লাঘমান প্রদেশেও ভূমিকম্পে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত মানুষ।

উদ্ধারকাজ এখনও চলমান। স্থানীয় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, “তদন্ত ও উদ্ধার অভিযানের সময় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি থেকে শত শত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।”

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দুর্গম পার্বত্য কুনার অঞ্চলে, যেখানে প্রবেশাধিকার সীমিত এবং অবকাঠামো দুর্বল। বারবার আফটারশকের কারণে পাহাড়ঘেঁষা সড়কে পাথরের ধস দেখা দিয়েছে, এতে ত্রাণ ও উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com