রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক থেকে কৌশলগত সহযোগিতা—সবখাতেই দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলেও তিনি জানান।
শনিবার (৩০ আগস্ট) রাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে।
পুতিন বলেন, “রাশিয়া-চীন সম্পর্ক আজ অভূতপূর্ব উচ্চতায় রয়েছে। ২০২১ সালের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার বেড়েছে।” তিনি আরও জানান, বর্তমানে চীন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার, অন্যদিকে রাশিয়া চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, বাণিজ্যের অধিকাংশ এখন রুবল ও ইউয়ানে সম্পন্ন হচ্ছে। ডলার ও ইউরোর ব্যবহার “পরিসংখ্যানগত ভুলের মতো” পর্যায়ে নেমে এসেছে বলে জানান তিনি। এতে করে রাশিয়া-চীনের আর্থিক সম্পর্ক আরও স্বাধীন ও টেকসই হচ্ছে বলে মন্তব্য করেন।
রাশিয়ার জ্বালানি খাতে চীন অন্যতম প্রধান গ্রাহক উল্লেখ করে পুতিন জানান, ‘পাওয়ার অব সাইবেরিয়া’ পাইপলাইনের মাধ্যমে ১০০ বিলিয়ন ঘনমিটার গ্যাস ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে নতুন পূর্বাঞ্চলীয় পাইপলাইন চালু হলে এই সরবরাহ আরও বাড়বে।
শুধু অর্থনীতি নয়, বৈশ্বিক কৌশলগত সমন্বয়েও দুই দেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে বলে জানান পুতিন। তার ভাষায়, “চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে।”
জাতিসংঘে এবং গ্রুপ অব ফ্রেন্ডস ইন ডিফেন্স অব দ্য ইউএন চার্টার-এর মাধ্যমে দুই দেশ উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক উল্লেখ করে পুতিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংকের সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, “বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে আমরা এমন একটি নতুন বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাই, যা হবে ন্যায্য, উন্মুক্ত এবং নব-উপনিবেশবাদী প্রভাবমুক্ত।”
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রোববার চার দিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সফরের শুরুতে তিনি তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এরপর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।