November 24, 2025, 2:01 am

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

  • Update Time : Sunday, August 17, 2025
  • 26 Time View

পাকিস্তানে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (১৬ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অতিপ্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভবনধসে বহু মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে মৃতের সংখ্যা ১৮০ জনে পৌঁছেছে।

কাশ্মিরে ৯ জন এবং গিলগিট-বালতিস্তানে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়ায় উদ্ধার অভিযানে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পাইলট ছিলেন।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই প্রবল বর্ষণ ২১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে সীমান্তবর্তী বাজুর এলাকায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের ব্যাপারে প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মেঘ বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হন এবং আরও ২০০ জন আহত হন। সেখানে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com