ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ে প্রায় ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পুলিশ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোল মাহদি এ তথ্য জানান।
পুলিশ জানায়, ১৩ জুন ইসরায়েলের বিমান হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসানো হয় এবং রাস্তায় টহল বাড়ানো হয়। একই সঙ্গে জনগণকে সন্দেহভাজন কাউকে দেখলে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়।
মুখপাত্র জানান, এই সময়ে পুলিশের হটলাইনে কলের পরিমাণ ৪১ শতাংশ বেড়েছে। এর ফলেই ১২ দিনের মধ্যে ২১ হাজারের বেশি ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে, ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরানে বসবাসরত আফগান অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরও বেড়েছে। আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোর তথ্যমতে, অনেক আফগান নাগরিককে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার কিংবা দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশের মুখপাত্র আরও জানান, সম্প্রতি ২ হাজার ৭৭৪ জন ‘অবৈধ অভিবাসী’কে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই আফগান নাগরিক।
বর্তমান পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরে নিরাপত্তা, মানবাধিকার এবং অভিবাসী ইস্যু নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।