রাশিয়ার দূরপ্রাচ্যে বিধ্বস্ত একটি যাত্রীবাহী বিমানে থাকা ৪৮ জনের সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির আমুর অঞ্চলের প্রশাসনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাশিয়ার বেসামরিক প্রতিরক্ষা, জরুরি অবস্থা ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত এএন-২৪ মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডার উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর সময় বিমানটি রাডার স্ক্রিন থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন এবং ঘটনাস্থলে আগুনের শিখাও দেখা গেছে।
মন্ত্রণালয় জানায়, “রোসাভিয়াতসিয়ার পরিচালিত একটি এমআই-৮ হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে বিমানের আগুন দেখতে পেয়েছে।”
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুর্বল আবহাওয়া এবং খারাপ দৃশ্যমানতার মধ্যে অবতরণের সময় পাইলটদের একটি সম্ভাব্য ভুলই দুর্ঘটনার কারণ হতে পারে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিমানটির যাত্রীদের মধ্যে একজন চীনা নাগরিক ছিলেন।
রাশিয়ার দূরপ্রাচ্যের পরিবহন প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল। সেই সময়ই এটি বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রাডার থেকে হারিয়ে যায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।