রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সম্প্রতি ডিবির পরিদর্শক আমিনুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সুব্রত বাইন ছাড়াও যাদের নাম রয়েছে, তারা হলেন—মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ, শুটার আরাফাত ও এস এম শরীফ।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার সিএমএম আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।
এর আগে ২৮ মে আদালত সুব্রত বাইনকে আট দিনের এবং অপর তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গত ২৭ মে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে শুটার আরাফাত ও শরীফকে আটক করা হয়। অভিযানকালে তাঁদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ তাঁদের মধ্যে অন্যতম। সেই সময় খুন, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেন সুব্রত বাইন। পরে তিনি ভারতে পালিয়ে যান। তবে ২০২3 সালের আগস্টের পর তিনি আবার বাংলাদেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
উল্লেখযোগ্যভাবে, ৯ জুলাই যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় সুব্রত বাইনকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ মামলা রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হয়।