ডলারের দর পতনের প্রেক্ষাপটে বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৩ জুলাই) এ নিলাম অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সম্প্রতি প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আমদানি ব্যয় ও ডলারের চাহিদা কমে আসায় বাজারে ডলারের মূল্য টাকার তুলনায় হ্রাস পাচ্ছে। গত এক সপ্তাহ ধরেই ডলারের দর নিম্নমুখী। এ পরিস্থিতিতে বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নেয়।
বাংলাদেশ ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে এই ডলারগুলো কিনেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহের কারণে দর কমতে শুরু করেছে। বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য আমরা এই ডলার কিনেছি। ভবিষ্যতে দর উল্টো বাড়লে কেন্দ্রীয় ব্যাংক আবার নিলামের মাধ্যমে ডলার বিক্রি করবে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২ জুলাই ডলারের বিনিময় হার দাঁড়ায় ১২২ দশমিক ৮৫ টাকা। এরপর থেকেই ডলারের দাম ধারাবাহিকভাবে কমছে। আজ সোমবারও ডলারের দর কমেছে, যা টানা চতুর্থ কার্যদিবসে দরপতনের ধারা।
আজকের বাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২০ দশমিক ১০ টাকা এবং সর্বনিম্ন ১১৯ দশমিক ৫০ টাকা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৭২ টাকায়।