জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার এই নির্বাচন আয়োজন নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সব কার্যক্রমই এই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। আমরা ধরে নিয়েই এগোচ্ছি— ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং আমরা সেই সময়েই দায়িত্ব ছেড়ে দেব।”
রাজনৈতিক দলগুলোর মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনীতিতে অনেক কিছুই বলা হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাই নির্বাচনী সময়ে নানা বক্তব্যকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।”
আসিফ নজরুল আরও বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় অবস্থানে আছি। আমাদের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিকভাবে সমাদৃত ব্যক্তি। তিনি নিজেই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পেছনে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না।”
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আসা সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, “আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে।”