November 24, 2025, 1:56 am

ক্রিকেট ব্যাটে ৫ হাজার ইয়াবা, বিমানবন্দরে আটক ২

  • Update Time : Monday, August 18, 2025
  • 28 Time View

কক্সবাজার বিমানবন্দরে বিশেষ কৌশলে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের একজন বিমানবন্দরের সাবেক কর্মচারী বলে জানা গেছে।

রোববার সকাল ১০টা ১৫ মিনিটে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) ও বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। তানভীর আহমদ আগে কক্সবাজার বিমানবন্দরে চাকরি করতেন, তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত।

ওসি ইলিয়াস খান জানান, রোববার বেলা ১১টা ২৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল তাদের। তার আগেই নিরাপত্তা তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে ব্যাটের ভেতর সন্দেহজনক কিছু দেখা গেলে সেটি খুলে দেখা হয়। পরে ব্যাটের ভেতর থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com