November 23, 2025, 11:17 pm

নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

  • Update Time : Sunday, August 17, 2025
  • 27 Time View

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। শনিবার (১৬ আগস্ট) সকালে কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি অংশ ধসে পড়ে। এতে তালপাতিলা, চকবালু ও চকরামপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার।

স্থানীয়রা জানান, গত বছর একই জায়গায় বাঁধ ভেঙেছিল। সম্প্রতি তা মেরামত করা হলেও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভেঙে যায় বাঁধটি।

ঘটনাস্থল পরিদর্শন করে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “পানির অতিরিক্ত চাপে বাঁধ ভেঙেছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে।”

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুর ১২টায় আত্রাই নদীর পানি জোত বাজার পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আত্রাই নদী তীরবর্তী অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের আরও ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com