বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী প্রধান উপদেষ্টার উচিত ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজন করা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুলু বলেন, “ড. ইউনূসকে যখন মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছিল, তখন সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া ৪০ মিনিট বক্তব্য দিয়ে তার পক্ষ নিয়েছিলেন। তিনি চেয়েছেন ডিসেম্বরে নির্বাচন হলে তিনি তাতে অংশ নিতে পারেন। তাই তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইছেন। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না, মব সন্ত্রাস থামবে না। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।”
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বুলু বলেন, “শেখ হাসিনার সময়ে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব টাকা ফিরিয়ে আনা হবে।”
২০০৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সেদিন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীর গুলিতে মানুষ রক্তাক্ত হোক, কিন্তু সেনাবাহিনী সেটা হতে দেয়নি।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।