বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর, চার ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক দুই প্রধানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সব ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ।
চিঠিতে তাদের অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি (Know Your Customer) নথি, লেনদেনের বিস্তারিত বিবরণসহ সব প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।
তালিকায় রয়েছেন সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী সায়েদুর রহমান ও আবু ফারাহ মো. নাসের, এবং বিএফআইইউর সাবেক প্রধান আবু হেনা মো. রাজী হাসান ও মো. মাসুদ বিশ্বাস।
বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই তথ্য চাওয়া হয়েছে।
সূত্র মতে, গত ১৬ বছরে ব্যাংক খাতে অনিয়ম, লোপাট ও আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তার ভূমিকা নিয়েই অনুসন্ধান চলছে।