সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে এই অভিযান চালানো হচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই নদীর তীরে অবস্থিত সাদাপাথর এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরত আনতে প্রশাসন সক্রিয় হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ না চুরি হওয়া পাথর পুরোপুরি উদ্ধার হচ্ছে, ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ পাথর উত্তোলন বন্ধে আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার সিলেট ক্লাবের সামনে অভিযান চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয় সাদাপাথরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়, তবে এর স্থায়ী সমাধান প্রয়োজন।