‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এবার তাদের জুটিতে আসছে নতুন চমক। শাকিব খানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি বড় বাজেটের সিনেমা, যার থাকবে তিনটি সিক্যুয়েল—আর তিনটিই একসঙ্গে মুক্তি পাবে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, “শাকিব ভাইকে নিয়ে বড় ক্যানভাসে কাজ করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। এটি একটি বৃহৎ প্রজেক্ট, তাই তিনটি পার্টের শুটিং একসঙ্গে করব এবং একসঙ্গে মুক্তি দেব। আলাদা করে নয়—তিনটি পর্বই দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন।”
এই সিক্যুয়েল প্রজেক্ট নিয়ে রোমাঞ্চিত শাকিব খানও। হৃদয় বলেন, “‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারে শাকিব ভাই ইঙ্গিত দিয়েছিলেন যে সামনে বড় কিছু আসছে। আমরা গল্প ও স্ক্রিপ্ট নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি, তিনি দারুণ আগ্রহ দেখিয়েছেন।”
তবে এই বিশাল প্রজেক্ট শুরুর আগে হৃদয় আরেকটি সিনেমার কাজ শেষ করছেন। সেখানে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি। ওই সিনেমার শুটিং শেষ হলেই শুরু হবে শাকিব খানকে নিয়ে এই তিন পর্বের সিনেমার প্রস্তুতি।
এটি হতে যাচ্ছে ঢালিউডে নজিরবিহীন এক উদ্যোগ—একই প্রজেক্টে তিনটি সিক্যুয়েল এবং একসঙ্গে মুক্তি।