November 24, 2025, 12:33 am

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঐতিহাসিক উন্নতি

  • Update Time : Thursday, August 7, 2025
  • 34 Time View

কঠোর পরিশ্রম আর দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসেবে অনন্য এক ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক কৃতিত্বের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। ফিফার সর্বশেষ প্রকাশিত নারী দলের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

আগের র‍্যাঙ্কিংয়ে ১২৮তম স্থানে থাকা বাংলাদেশ এক লাফে উঠে এসেছে ১০৪ নম্বরে। পিটার বাটলারের কোচিংয়ে দুর্দান্ত ছন্দে থাকা নারী দল বাছাই পর্বে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং ইতিহাস গড়ে। এই মুহূর্তে ফিফা র‍্যাঙ্কিংয়ে এটিই সবচেয়ে বড় উন্নতির রেকর্ড।

বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমকে দেয় সবাইকে। এরপর তুর্কমেনিস্তানের বিপক্ষে আরও একটি ৭-০ গোলের জয় তুলে নিয়ে বাংলার মেয়েরা নিজেদের তুলে ধরে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে।

যদিও এটি বাংলাদেশের নারী দলের ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিং নয়—২০১৩ সালে দলটি একবার ১০০ নম্বরে উঠেছিল। তবু এবারকার অগ্রগতি এতটাই তাৎপর্যপূর্ণ যে তা দীর্ঘদিন মনে রাখার মতো। সর্বশেষ আপডেটে ফিফার নারী র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দলও বাংলাদেশ—এই সময়ের মধ্যে ৮০.৫১ র‍্যাঙ্কিং পয়েন্ট যোগ হয়েছে।

বিশ্ব নারী ফুটবলের সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ইউরো ২০২৫-এ রানার্সআপ হলেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে আবারও শীর্ষে ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শিরোপাজয়ী ইংল্যান্ড এক ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে।

শীর্ষ দশে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে ফ্রান্সের, যারা গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে সবগুলো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। তবু চার ধাপ এগিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে। সুইডেনও তিন ধাপ এগিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে, যদিও কোয়ার্টারে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।

লাতিন আমেরিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল, যারা কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপা আমেরিকা ফেমেনিনা জিতলেও র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে। প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের প্রভাবই তাদের এই পতনে ভূমিকা রেখেছে।

এই র‍্যাঙ্কিং পরিবর্তনগুলো নারী ফুটবলের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে, আর বাংলাদেশের এই উত্থান নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বিত অধ্যায় হয়ে থাকবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com