রাশিয়া থেকে জ্বালানি আমদানির জেরে ‘জরিমানা’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আগের পাল্টা ২৫ শতাংশসহ ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
বুধবার এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প এই শুল্ক আরোপ করেন। আদেশ অনুযায়ী, ২১ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে।
এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে ভারত বিপুল মুনাফা করছে, এবং এর জবাবে তিনি ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক আরোপ করবেন।
এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার নয়াদিল্লি জানায়, রাশিয়া থেকে তেল কেনায় তাদের লক্ষ্যবস্তু করাটা ‘অন্যায় ও অযৌক্তিক’। ভারত আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, ফলে এ ধরনের সিদ্ধান্ত দ্বিচারিতার শামিল।