বলিউড সুপারস্টার শাহরুখ খান তার দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এবং জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তবে এত অর্জনের পরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।
ভারতীয় বিনোদন মাধ্যম ফিল্মফেয়ার–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ খান ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেতে যাচ্ছেন।
এটাই হতে যাচ্ছে কিং খানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বহু আন্তর্জাতিক সম্মাননা ও জনপ্রিয়তার পর এবার তিনি পাচ্ছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে পূরণ হচ্ছে এই কিংবদন্তি অভিনেতার বহু প্রতীক্ষিত স্বপ্ন।