গত সাত দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ নানা সামগ্রী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৩টি ম্যাগাজিন, ২টি ককটেল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল এবং নগদ অর্থ।
আইএসপিআর জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে। সাধারণ নাগরিকদের যেকোনো সন্দেহজনক তথ্য নিকটবর্তী সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে।