চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে সফরটি বাতিল করে ভারত, যা আনুষ্ঠানিকভাবে গত মাসে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে ২০২৬ সালের সেপ্টেম্বরে টাইগারদের মোকাবেলায় বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
ভারত না আসায় বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিবি। এই সময়ে অন্য একটি দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। জানা গেছে, আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আলোচনা চলমান এবং ডাচ দল ইতিবাচক সাড়া দিয়েছে। সিরিজ চূড়ান্ত হলে দ্রুতই বিস্তারিত জানানো হবে।
সম্ভাব্য সিরিজটি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনো সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি, তবে এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ভালো উইকেট নিশ্চিত করতে চায় টিম ম্যানেজমেন্ট। ফলে ম্যাচগুলো সিলেট অথবা চট্টগ্রামে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
আগামী ৬ আগস্ট থেকে জাতীয় দলের ক্রিকেটাররা স্কিল ও ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ইঙ্গিত দিয়েছিলেন, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ হতে পারে।
তবে চ্যালেঞ্জ হলো—এই সময়ের মধ্যে লিডিং কোনো টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার জন্য ফাঁকা নেই।
এদিকে পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা পরিবার ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন দেশে কিংবা বিদেশে। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটিতে। প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে দেখা যেতে পারে ডাচদের।