November 23, 2025, 9:54 pm

জার্মানিতে মাস্টার্স করার সুযোগ: ডাড স্কলারশিপে মাসে ৯৯২ ইউরো, ফ্লাইট টিকিট ও বাড়িভাড়া-সহ নানা সুবিধা

  • Update Time : Monday, July 28, 2025
  • 74 Time View

জার্মান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যায়। এই বৃত্তির নাম ‘ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ’ (DAAD Helmut-Schmidt-Programme)। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারেন।

ডাড স্কলারশিপ কী?

ডাড (DAAD) অর্থাৎ The German Academic Exchange Service, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জার্মান সরকারের তত্ত্বাবধানে পরিচালিত একটি অন্যতম বড় বৃত্তি কর্মসূচি। প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পান।

এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য, যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান। তবে সব বিষয়ের জন্য নয়—নির্দিষ্ট কিছু বিষয়ের ওপরই এই বৃত্তি দেওয়া হয়।
ডাড স্কলারশিপে কী সুবিধা থাকছে?

সুযোগ-সুবিধা—

মাসে ৯৯২ ইউরো ভাতা (আবাসন, খাবার ও অন্যান্য ব্যয়ের জন্য)

সম্পূর্ণ টিউশন ফি ও পরীক্ষার ফি মওকুফ

আন্তর্জাতিক ফ্লাইট টিকিট (আসা ও যাওয়ার)

স্বাস্থ্যবিমা সুবিধা

পরিবারের সদস্য থাকলে তাঁদের জন্য অতিরিক্ত মাসিক ভাতা

গবেষণা ও শিক্ষাসামগ্রী বাবদ অতিরিক্ত সহায়তা

ছয় মাস মেয়াদি জার্মান ভাষা প্রশিক্ষণ কোর্স

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে:

আবেদনকারীর স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে

সর্বশেষ ডিগ্রি অর্জনের পর সর্বোচ্চ ছয় বছরের মধ্যে আবেদন করতে হবে

প্রার্থীকে অবশ্যই উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশ অন্তর্ভুক্ত)

আবেদন ইংরেজি বা জার্মান ভাষায় করতে হবে

আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

এই স্কলারশিপ উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি জার্মান সংস্কৃতি, সমাজ ও পেশাগত জীবনের সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ তৈরি করে। তাই, যারা বিদেশে পড়াশোনা করতে আগ্রহী, বিশেষ করে উন্নয়নমূলক বিষয়গুলোতে মাস্টার্স করতে চান, তাঁদের জন্য ডাড স্কলারশিপ হতে পারে আদর্শ পথ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com