নিজস্ব প্রতিবেদক:
ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোববার (২৩ নভেম্বর) দিনের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা শিগগিরই জানানো হবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
দেশে গত দুই দিনে চারবার ভূমিকম্পে কম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। সর্বশেষ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এক সেকেন্ডের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হয়—একটি রাজধানীর বাড্ডা এলাকায়, অন্যটি নরসিংদীতে। এর আগে সকালে নরসিংদীর পলাশে এবং শুক্রবার মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প হয়। শুক্রবারের ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে ছুটোছুটি করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুরোনো ভবন, বিশেষ করে আবাসিক হলগুলোতে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।