নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কম্পনটি শুরু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি জানান, নির্ধারিত সময়টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেন তিনি।
আফটার শকের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এমন ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শক হতে পারে। তবে এখন পর্যন্ত বড় কোনো ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫.৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া ২৮ মে রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানলে তা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকা ও আশপাশের জেলাগুলোতেও হালকা কম্পন সৃষ্টি করে।