নিজস্ব প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘যুগান্তকারী’ ও ‘ভবিষ্যতের জন্য বার্তা’ হিসেবে বর্ণনা করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।
তিনি জানান, এই রায় শহীদদের প্রতি সম্মান, দেশের মানুষ, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি রাষ্ট্রের দায় পরিশোধের প্রতীক। তার ভাষায়, “এই রায় জনমানুষের মনে প্রশান্তি আনবে এবং ন্যায়বিচারের জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক প্রক্রিয়ায় আদালত দুই আসামিকে সর্বোচ্চ দণ্ড দিয়েছেন। তবে একজন আসামি রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ হাসিনার সাজার বিষয়ে তিনি বলেন, পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সর্বোচ্চ শাস্তি এবং ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে’ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সরাসরি নির্দেশনার অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সাজা কার্যকরের প্রসঙ্গে তিনি জানান, আইনের বিধান অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকেই সাজা কার্যকর হবে। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রাষ্ট্র আইনসম্মত পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মামলার শহীদ ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের নির্দেশনা দিয়েছেন আদালত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে কোনো মন্তব্য না থাকার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলায় এমন কোনো প্রশ্নই ছিল না, তাই ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো মত দেয়নি।