ব্রাজিলের বেলেম থেকে শাহরিয়ার আরিফ :
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ‘লস অ্যান্ড ড্যামেজ’ (ক্ষয়ক্ষতি ও লোকসান) মোকাবিলায় অর্থায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুব সমাজের ক্রমবর্ধমান নেতৃত্বকে দৃশ্যমান করলো বাংলাদেশ। COP30 জলবায়ু সম্মেলন চলাকালীন ১৪ নভেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত একটি উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্টে YOUNGO Loss and Damage Working Group-এর পক্ষ থেকে তরুণ নেতারা স্থানীয় চ্যালেঞ্জ ও বৈশ্বিক দাবিগুলোকে একীভূত করেন। এই ইভেন্টের মূল সুর ছিল—লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের নকশা ও বাস্তবায়নে অবশ্যই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও যুবদের কেন্দ্রে রাখতে হবে।
YOUNGO Loss and Damage Working Group-এর কন্টাক্ট পয়েন্ট জাসমিমা সাবাতিনা “Local to Global: Youth Inclusion in the Loss and Damage Framework” শীর্ষক এই সেশনটি সঞ্চালনা করেন। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফেরদৌসী আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লস অ্যান্ড ড্যামেজ প্রক্রিয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কেন্দ্রে রাখার গুরুত্বের ওপর জোর দেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, বাংলাদেশ একটি জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক তৈরির কাজ করছে, যা UNFCCC প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। বৈশ্বিক নাগরিক সমাজের দৃষ্টিকোণ থেকে হারজিত সিংহ বলেন, জলবায়ু অর্থায়ন আদায়ে ফ্রন্টলাইন জনগোষ্ঠী ও যুব আন্দোলনের দাবির গুরুত্ব তুলে ধরে নীতি নির্ধারণে প্রভাব বিস্তারের জন্য যুবদের ‘৩টি C’—Clarity, Consistency, এবং Courage—ব্যবহারের পরামর্শ দেন।
সঞ্চালক জেসমিমা সাবাতিনা FRLD (Fund for Responding to Loss and Damage)-এর রিপোর্টের ওপর YOUNGO-র আনুষ্ঠানিক হস্তক্ষেপ উপস্থাপন করেন। তিনি স্পষ্ট করে বলেন যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হতে হবে দ্রুত, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক, পূর্বাভাসভিত্তিক, এবং ফ্রন্টলাইন জনগোষ্ঠীর বাস্তব চাহিদা অনুযায়ী। যুবদের প্রধান দাবিগুলো ছিল:
* সহজে অর্থ পাওয়ার প্রক্রিয়া
* রিয়েল-টাইম স্বচ্ছতা টুল
* পূর্বাভাসভিত্তিক (anticipatory) অর্থায়ন
* যুব উদ্যোগের জন্য ছোট অনুদানের ব্যবস্থা
* যুব সক্ষমতা বৃদ্ধি
* তহবিলের শাসন কাঠামোতে স্থায়ী যুব প্রতিনিধিত্ব
* FRLD, Santiago Network ও WIM-কে সংযুক্ত করে একটি ওপেন-ডাটা প্ল্যাটফর্ম
YouthNet Global-এর নির্বাহী পরিচালক সোহানুর রহমান লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি যুববান্ধব অর্থায়ন কাঠামো তৈরির ওপর জোর দেন। নেপালের প্রতিনিধি প্রয়াশ অধিকারী মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে জলবায়ু ন্যায়বিচার ও স্থিতিস্থাপকতা বাড়াতে যুব নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন।