November 24, 2025, 12:34 am

ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম-ওলামা

  • Update Time : Saturday, November 15, 2025
  • 32 Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ ধর্মীয় সমাবেশ চলবে দুপুর ২টা পর্যন্ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের বিশিষ্ট আলেম-ওলামারা এতে অংশ নিচ্ছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজন করা এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে; সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন কমিটির স্বেচ্ছাসেবীরা।

এ সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামীর পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে আয়োজন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিদেশি বিশিষ্ট আলেমদের মধ্যে উপস্থিত আছেন—পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com