November 23, 2025, 11:17 pm

ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত সংসদ গঠনের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

  • Update Time : Monday, November 10, 2025
  • 15 Time View

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা এমন একটি সংসদ দেখতে চান যা হবে ভারতীয় আধিপত্যবিরোধী, ফ্যাসিবাদবিরোধী এবং সম্পূর্ণ বাংলাদেশপন্থি। তিনি বলেন, “আমরা চাই প্রতিনিধিত্বমূলক একটি সংসদ গঠিত হোক—যেখানে সৎ, যোগ্য ও দেশপ্রেমিকরা নেতৃত্ব দেবেন।”

রোববার (৯ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপি মূল রাজনীতি থেকে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকে সরে গেছেন। যারা বর্তমান রাজনৈতিক পরিবেশে অস্থিরবোধ করছেন, তাদের আমরা স্বাগত জানাই। আমরা তাদের নমিনেশন দেব।”

তিনি জানান, কুমিল্লার ১১টি আসনে এনসিপি সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেবে এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এনসিপির এই নেতা বলেন, “আমরা চাই আগামী সংসদে আসুক তারা, যারা বাংলাদেশপন্থি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদের বিরোধী, সংস্কার ও গণঅভ্যুত্থানে বিশ্বাসী এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির, নাভিদ নওরোজ শাহ, হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com