নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগে। সে সময় বাসে দুই থেকে চারজন যাত্রী ছিলেন। আগুনের ধোঁয়া দেখে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান, ফলে কেউ হতাহত হননি।
এর প্রায় আধা ঘণ্টা পর মেরুল বাড্ডা এলাকায় পার্কিং করে রাখা আকাশ পরিবহনের একটি বাসেও আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনাতেই আগুনের উৎস ও কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “মেরুল বাড্ডায় পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”