নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্ত ব্যাংক ভবনের সামনে ককটেল ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, ফুটেজে দেখা গেছে—ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর তারা দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর ব্যাংক ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।