ক্রীড়া প্রতিবেদক:
মানসিক অবসাদের কারণ দেখিয়ে কিছুদিন আগে দেশের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এবার তিনি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন—দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির।
এক সাক্ষাৎকারে জাহানারা জানান, মঞ্জুরুল তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং একাধিকবার আপত্তিকর প্রস্তাব দেন। তার ভাষায়, “উনি একদিন আমার কাঁধে হাত রেখে বললেন, ‘তর পিরিয়ডের কতদিন চলতেছে? শেষ হলে জানাস, আমার দিকটাও তো দেখতে হবে।’” জাহানারার দাবি, ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও মঞ্জুরুল ইচ্ছাকৃতভাবে তাকে জড়িয়ে ধরতেন।
জাহানারা আরও বলেন, বিসিবিতে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি। “দেড় বছরে অসংখ্যবার জানিয়েছি। তৎকালীন নারী উইং প্রধান নাদেল স্যারকে বলেছি। এক-দুই দিন ঠিক থাকলেও পরে আবার একই আচরণ করতেন,” বলেন তিনি, চোখের জল ধরে রাখতে না পেরে।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে মঞ্জুরুল আলম মঞ্জুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ নারী দলের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি দলের বাইরে আছেন। মানসিক অবসাদের কথা জানিয়ে ক্রিকেট থেকে বিরতি নিলেও পরে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলতে দেখা যায় তাকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।