নিজস্ব প্রতিবদেক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটিতে তিনজন, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, ঢাকা বিভাগের অন্য এলাকায় ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ৬৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট ৭১ হাজার ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৫ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩০২ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯।