বিনোদন ডেস্ক:
আগামী ৬ নভেম্বর পর্দা উঠছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তবে হতাশার খবর হলো—এবারও এই মর্যাদাপূর্ণ উৎসবে জায়গা পায়নি কোনো বাংলাদেশি সিনেমা। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো উৎসবের চলচ্চিত্র তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ।
আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের উৎসবে ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড ও জার্মানিসহ মোট ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বিভিন্ন বিভাগে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা হয়তো এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের এক সদস্য ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ভিন্ন তথ্য। তার ভাষায়, “বাংলাদেশ থেকে এবার মাত্র একটি সিনেমা জমা পড়েছিল—তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু ছবিটি আমাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি, তাই এটি নির্বাচিত হয়নি।”
উল্লেখ্য, ২০২২ সালে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। সেই সাফল্যের পর আশা করা হয়েছিল, দুই দেশের সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে। কিন্তু টানা দুই বছর ধরে কলকাতার উৎসবে বাংলাদেশের কোনো চলচ্চিত্র না থাকা সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে।