আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসিয়ান সম্মেলনে যোগ দিতে তিনি রোববার (২৬ অক্টোবর) দেশটিতে পৌঁছান। এর পরপরই তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।
এশিয়া সফরের সবচেয়ে আলোচিত অংশ হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক। ধারণা করা হচ্ছে, দুই নেতার এ বৈঠকে চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।
ওয়াশিংটন ছাড়ার আগে বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আশাবাদী যে চীন নতুন চুক্তিতে সম্মত হবে, যাতে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ ঠেকানো যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সফরে ট্রাম্প আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া শান্তিচুক্তিতেও তিনি উপস্থিত থাকবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা মালয়েশিয়ায় পৌঁছেই শান্তিচুক্তিতে সই করব।”
সম্মেলনের ফাঁকে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় ধাপে সোমবার ট্রাম্প পৌঁছাবেন জাপানে। মঙ্গলবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। তাকাইচিকে “চমৎকার নেতা” আখ্যায়িত করে ট্রাম্প বলেন, শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাকাইচি যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক আরও শক্তিশালী করবেন বলে তিনি বিশ্বাস করেন।
বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে পৌঁছে এপেক সম্মেলনে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এরপর বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হবে—যা তার ক্ষমতায় ফেরার পর দুই নেতার প্রথম সাক্ষাৎ। বৈঠকটি ঘিরে বাণিজ্যযুদ্ধের সমাধান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
সম্প্রতি চীনের দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ইস্যুতে উত্তেজনা বাড়ায় ট্রাম্প একপর্যায়ে বৈঠক বাতিলের হুমকি দেন এবং অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে বৈঠকে সম্মত হন তিনি।
এছাড়া সফরের এক পর্যায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ২০১৯ সালের পর এটিই হতে পারে দুই নেতার প্রথম সাক্ষাৎ।