November 23, 2025, 9:57 pm

আ.লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আখতার হোসেন

  • Update Time : Saturday, October 25, 2025
  • 13 Time View

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তার মতে, এই দুটি দল অতীতে ফ্যাসিবাদী রাজনীতি টিকিয়ে রাখতে সহযোগী ভূমিকা রেখেছে এবং এখনো খুনিদের পক্ষে সাফাই গাইছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুটি দলই বিগত দিনে ফ্যাসিবাদ দীর্ঘায়িত করেছে। তারা আবার ক্ষমতায় এলে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করবে। তাই তাদের নির্বাচনের বাইরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি সরকারকে এখনই টেবিলেই সম্পন্ন করতে হবে। এতদিন ধরে এই বিষয়ে সরকার কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। আমরা মনে করি, যদি সেদিন স্বাক্ষর করতাম, তাহলে সনদের অপমৃত্যু হতো। তাই এখনই বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে, নইলে নব্বইয়ের মতো আবারও রাজপথে নামতে হবে।”

সভায় বক্তারা দলের সাংগঠনিক সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় আখতার হোসেন বলেন, “আমরা দলবাজির রাজনীতি চাই না, মানুষের জন্য রাজনীতি করতে চাই। অনেক সময় ব্যক্তিগত কার্যক্রমে দল জড়িয়ে পড়ে, যা ক্ষতিকর। নেতিবাচক খবর আমাদের কষ্ট দেয়।”

তিনি গুম-খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “একজন ইমামকে গুম করা হয়েছে—এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। এনসিপি দেশের সব মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করবে।”

এনসিপি নেতা আরও দাবি করেন, কোনো দলের স্বার্থে যদি আরপিও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠকের সঙ্গে সম্পর্কিত বলে ধরে নিতে হবে। “আমরা অতীতের মতো গোয়েন্দা নিয়ন্ত্রিত নির্বাচন চাই না,” যোগ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে মনোনীত থাকলেও তিনি সভায় উপস্থিত ছিলেন না।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com