November 24, 2025, 12:33 am

এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০টি এলাকা দখলে নিল রুশ বাহিনী

  • Update Time : Saturday, October 25, 2025
  • 17 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র সাত দিনের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, দখলকৃত নতুন এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে এসব লোকালয় দখল করে রুশ বাহিনী। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্রাগার ও সামরিক সরঞ্জামাগার ধ্বংসের দাবিও করেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার বিমান হামলার চেষ্টা চালালেও রুশ সেনারা সেগুলো প্রতিহত করেছে। এই সময়ের মধ্যে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১,৪৪১টি ড্রোন।

রুশ বাহিনীর এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের বৃহৎ অংশের দখল নিয়েছে রুশ বাহিনী, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনারা লড়াই অব্যাহত রেখেছে, ফলে দুই দেশের সংঘাত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com