নিজস্ব প্রতিবেদক:
ফ্লাইট চালুর আগেই স্থগিত করা হয়েছে কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ ঘোষণা। খুব শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটি’র সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হলেও সরকার তা আপাতত স্থগিত করেছে।”
এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। ঘোষণার পর থেকে বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও নিচ্ছিল।
তবে আনুষ্ঠানিকভাবে কোনো ফ্লাইট উড্ডয়ন শুরু হওয়ার আগেই স্থগিতাদেশ জারি হওয়ায় সেই উদ্যোগ আপাতত থেমে গেল।