নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নাসীরুদ্দীন পাটোয়ারী এখনও আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বর্তমানে মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুল।”
দলীয় সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নিয়মিতভাবে অংশ নিচ্ছেন এবং তার নেতৃত্বে দলের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।