নিজস্ব প্রতিবেদক:
পর্নোগ্রাফি তৈরি ও ছড়ানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তারকৃত যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. মিজানুর রহমান আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে রোববার দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশনসংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। অভিযানে সহায়তা করে বান্দরবান জেলা পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ আগে ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় একটি বাসা ভাড়া নেন তারা। এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকেও খুব একটা বের হতেন না। আচরণে সন্দেহ হওয়ায় এবং অনলাইনে তাদের নিয়ে বিতর্ক শুরু হলে তদন্তে নামে সিআইডি।
সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই যুগল পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে প্রকাশ করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যাতে কয়েক হাজার সদস্য যুক্ত রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। এছাড়া, আরও কয়েকটি গ্রুপ খুলে অন্যদেরও একই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ দিতেন তারা।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।