জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক আন্দোলনকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ লিখেছেন, “জামায়াতে ইসলামীর তথাকথিত পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। এর উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য ও সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আলোচনাকে বিভ্রান্ত করা।”
তিনি বলেন, “আমরা শুরু থেকেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ মৌলিক সাংবিধানিক সংস্কারের পক্ষে ছিলাম। সেই লক্ষ্যে বিস্তৃত জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করেছি এবং জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।”
তবে নাহিদের অভিযোগ, জামায়াত ও তার মিত্ররা এজেন্ডাটি ‘ছিনতাই’ করে সেটিকে একটি সংকুচিত প্রযুক্তিগত ইস্যুতে পরিণত করে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
তিনি আরও বলেন, “জামায়াত কখনোই গঠনমূলক কোনো সংস্কার প্রস্তাব দেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কখনোই একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতি আন্তরিক ছিল না। তাদের আকস্মিক সংস্কারপন্থী অবস্থান কৌশলগত অনুপ্রবেশ ছাড়া কিছু নয়।”
নাহিদের ভাষ্য, “বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা বুঝতে পারছে। তারা আর কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রতারিত হবে না। দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে শাসনের সুযোগ দেবে না।”