নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসের গণ-আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ (সোমবার, ১৩ অক্টোবর) সাক্ষ্যগ্রহণের দশম দিন চলছে।
এই দিন সাক্ষ্যগ্রহণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।
এর আগে, গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ওই দিন পুলিশ উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
এ মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন মঈনুল করিম, আবদুস সোবহান তরফদার ও সুলতান মাহমুদ।
সাক্ষ্যগ্রহণের শুরু হয় গত ২৮ আগস্ট, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও সাংবাদিক একেএম মঈনুল হকের সাক্ষ্যের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে ৯ সেপ্টেম্বর ফরেনসিক বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলাম, ২২ সেপ্টেম্বর আবু সাঈদকে হাসপাতালে নেওয়া প্রথম ব্যক্তি সিয়াম আহসান আয়ানসহ আরও অনেকেই সাক্ষ্য দেন।
মোট ৬২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে একাধিক সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার ৬ আসামি হলেন: এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ জন আসামি এখনো পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রের খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ২৭ আগস্ট, আর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল।