আন্তর্জাতিক ডেস্ক
গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস সাতজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তাদের আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ হাজারো মানুষ আনন্দে ফেটে পড়েন।
চুক্তির আওতায় ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি বন্দিও মুক্তি পাবে বলে জানা গেছে। তবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, জীবিত সব জিম্মি এবং মৃতদের মরদেহ ফিরে না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।
এদিকে, গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও টেকসই শান্তি নিয়ে আলোচনার জন্য মিশরের শার্ম এল-শেখ শহরে অনুষ্ঠিতব্য গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে সম্মেলনে ইসরায়েল ও হামাসের অনুপস্থিতি এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।